সংলাপের কথা শুনে বিএনপির মুখে জল এসে গেছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৯:১৫
ফাইল ছবি

আপাতত কোনো দলের সঙ্গে আওয়ামী লীগ সংলাপের বিষয়ে ভাবছে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সংলাপের কথা শুনে বিএনপির মুখে জল এসে গেছে।

ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে নালিশ করে। তারা নালিশ করে নিষেধাজ্ঞার পরিবর্তে কী পেয়েছে? ভিসানীতি। এতে আওয়ামী লীগের ভীত হওয়ার কিছু নেই। আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করছে বিএনপি। তাই ভিসা নীতি নিয়ে বিএনপির ভয় আছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ফখরুল সাহেব ভাবছেন আমরা তাদের সংলাপে ডাকব। তত্ত্বাবধায়ক সরকারের জন্য নিরপেক্ষ লোক খুঁজে বের করুন। তারপর দেখা যাবে। এ তত্ত্বাবধায়ক মরে গেছে। মরা কিছুকে জীবিত করার চেষ্টা করবেন না। আমরা মারিনি। আদালতের রায়ে মরে গেছে। ফখরুল সাহেব, আপনি কেন বারবার আমাদের অপবাদ দেন? আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি।

সংলাপের বিষয়ে তিনি বলেন, আমির হোসেন আমু বলেছেন সংলাপ হবে। কিন্তু সংলাপের বিষয়ে আপাতত আমরা ভাবছি না। ভাবব কি না পরে দেখা যাবে। আপাতত আপনাদের সংলাপের মূলা ঝুলিয়ে টেবিলে বসাবো! গতবারের কথা আমাদের মনে আছে। একবার না, দুইবার বসেছি। রেজাল্ট কি? জগাখিচুড়ি। তাদের জোট ভেঙে গেলো। তিন জায়গা থেকে নমিনেশন বিক্রি করে। এটাই হলো বিএনপি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গতবারের মতো এবারও কি নমিনেশন বাণিজ্য করার জন্যই এত খেলা শুরু করেছে? আবারও কি সেদিন আসবে?

কাদের বলেন, বিদেশিরা চায় ফ্রি-ফেয়ার নির্বাচন। বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকার। পৃথিবীর কোন দেশে আছে?

নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়মের মধ্যে থাকুন। আপনারা আমাদের শপথে থাকুন। আমাদের আবারও ৬ই জুন, ৭ই মার্চের শপথ নিতে হবে।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্র গিলে খেয়েছে। নির্বাচন ব্যবস্থা গিলে খেয়েছে। এরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে খেয়েছে। এদের হাতে দেশ নিরাপদ নয়। এরা যদি ক্ষমতা ফিরে পায়, বিএনপি নামের বিষধর সাপ গোটা দেশ গিলে খাবে।

বিদ্যুৎ প্রসঙ্গে তিনি বলেন, আমরা জনগণকে বলেছি, আপনারা সময় দিন। ১০-১৫ টা দিন সময় দিন। সব ঠিক হবে। বঙ্গবন্ধু কন্যার ওপর ভরসা রাখুন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সৎ সাহস থাকলে জেল খাটার জন্য প্রস্তুত হন।

নতুন ভোটারদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের তরুণ সমাজ, এবার তোমরা যারা প্রথমবার ভোট দেবে৷ তোমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে ভোটটা দিবা।

ঢাকাটাইমস/৮জুন/জেএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আইআরআই প্রতিনিধিদল

স্বৈরাচারের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না: রিজভী

ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার

ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপি সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে: টুকু

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে হবে : আবদুল হালিম

দেশে ‍সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই: আমিনুল হক

লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু

ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :