নিপুণের জন্মদিন, কতটি বসন্ত পেরোলেন নায়িকা?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১০:৪০| আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:১২
অ- অ+

ঢালিউডের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ আক্তার। ইন্ডাস্ট্রির পরিশ্রমী এবং সাহসী নায়িকাদের একজন তিনি। শুক্রবার তার জন্মদিন। কতটি বসন্ত পেরোলেন নিপুণ? উইকিপিডিয়ায় থাকা তার ব্যক্তিগত তথ্য বলছে, ১৯৮৪ সালের ৯ জুন কুমিল্লার জালগাঁওয়ে জন্ম হয়েছিল অভিনেত্রীর। সেই হিসেবে তিনি ৩৯ পেরিয়ে ৪০ বছরে পা দিলেন।

দেশ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর ১৯৯৯ সালে রাশিয়ায় চলে যান নিপুণ আক্তার। দেশটির রাজধানী মস্কোতে তিনি ২০০৪ সাল পর্যন্ত পড়ালেখা করেন। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে পড়াশোনা শেষ করে ২০০৬ সালে ফিরে আসেন দেশে। ওই বছরই নাম লেখান অভিনয়ে।

গুণী এই অভিনেত্রীর ৪০তম জন্মদিনে তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী তারকারা। নায়িকাকে বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে। নায়িকার সঙ্গে তোলা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কয়েকজন বিনোদন সাংবাদিকও।

জন্মদিনে কখনোই তিনি তেমন কোনো আয়োজন করেন না নিপুণ। দিনটি পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে উদযাপন করেন। তবে এবারের জন্মদিনটা মালদ্বীপে কাটাচ্ছেন নায়িকা। সঙ্গে রয়েছে একমাত্র মেয়ে।

শুক্রবার সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুকে তিনটি ছবি পোস্ট করে জানান দিয়েছেন যে, জন্মদিনে মালদ্বীপে রয়েছেন নিপুণ। ছবির ক্যাপশনে নায়িকা ইংরেজিতে লিখেছেন, ‘Good morning Maldive!! Best birthday ever.। অর্থাৎ, নায়িকা বলতে চেয়েছেন, এটি তার জীবনের সেরা জন্মদিন।

২০০৬ সালে ‘রত্নগর্ভা মা’ ছবিটির মাধ্যমে নিপুণের চলচ্চিত্র যাত্রা শুরু হয়। যদিও সে ছবিটি আজও মুক্তি পায়নি। তাই একই বছর মুক্তি পাওয়া এফ আই মানিক পরিচালিত ‘পিতার আসন’কে নিপুণের অভিষেক ছবি হিসেবে ধরা হয়। পরের বছরই শাহ আলম কিরণ পরিচালিত ‘সাজঘর’ ছবিটিতে অভিনয় করে ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি পেয়ে যান এই নায়িকা। ওই ছবিতে তার সহশিল্পী ছিলেন চিত্রনায়িকা মৌসুমী ও প্রয়াত নায়ক মান্না।

এরপর ২০০৯ সালে মহম্মদ হান্নানের ‘চাঁদের মত বউ’ ছবিতে অভিনয়ের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় জাতীয় পুরস্কার লাভ করেন নিপুণ। সে ছবিতে নিপুণের সহশিল্পী ছিলেন তখনকার সুপারহিট জুটি রিয়াজ ও শাবনূর। যদিও দুটি পুরস্কারই নিপুণ অর্জন করেন পার্শ্বচরিত্র ক্যাটাগরিতে। ১৬ বছরের ক্যারিয়ারে অর্ধশতাধিক চলচ্চিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। তার বেশিরভাগই ব্যাবসায়িক দিক থেকে সফল।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি পার্লারের ব্যবসা রয়েছে নিপুণের। এছাড়া ‘টিউলিপ এন্টারটেইনমেন্ট’ নামে তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। সেখান থেকে একাধিক ছবি প্রযোজনা করেছেন অভিনেত্রী। পাশাপাশি উচ্চ আদালতের রায় পেয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও সামলাচ্ছেন নিপুণ।

(ঢাকাটাইমস/৯ জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা