কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর মাঠ দিবস অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১১:৫৪
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়ায় বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমিদপুর ইসলামীয়া মাদরাসা প্রাঙ্গনে এ দিবস অনুষ্ঠিত হয়।

স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (ঝঅঈচ) এর অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের বীজ প্রযুক্তি বিভাগ, পটুয়াখালীর সরেজমিন গবষেণা বিভাগ ও ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসিপি প্রকল্প’র বারি অঙ্গের কম্পোনেট কো-অরডিনেটর ড. পরিমল চন্দ্র সরকার। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালীর সরেজমিন গবষেণা বিভাগ বারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিভাগের এফএমপিই ডিভিশন বারি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সুমন মিয়া ও বিজ্ঞান প্রযুক্তি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাদেকুর রহমান। এসয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্মে মেশিনারী এন্ড পোষ্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ার বিভাগ হতে বারি উদ্ভাবিত তৈল ভাঙ্গানোর মেশিন দিয়ে সরিষা, তিল ও সূর্যমূখী ভাঙ্গানো যায়। সরিষা হতে তৈল রিকোভারি ৩৫-৩৭%, তিল হতে ৪০-৪২% এবং সূর্যমূখী হতে ৩২-৩৫% তেল পাওয়া যায়।

আরও পড়ুন: হাতিয়ায় মালবাহী ট্রলারডুবি, ৮ মাঝিমাল্লা জীবিত উদ্ধার

এ মেশিন দিয়ে ১ ঘন্টায় ২০-২৫ কেজি সরিষা ও তিল ইত্যাদি ভাঙানো সম্ভব। গাড়িসহ এর একটি মেশিনের দাম ১ লক্ষ ৪০ হাজার টাকা। এসএসিপি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন এলাকায় এ মেশিনের উপর মাঠ দিবস করে কৃষকদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। তাই কৃষকদের মাঝে এ মেশিনের প্রতি খুব আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে উপস্থিত কৃষকরা ৭০% ভর্তুকিতে এ মেশিনগুলো দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা