আমি মুসলিম, তাই সৌদি আরবে এসেছি: বেনজেমা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১৭:৪৬

স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরবীয়ান ক্লাব আল ইত্তিহাদে পাড়ি জমিয়েছেন করিম বেনজেমা। সৌদি আরব মুসলিম দেশ হওয়ার কারণেই আল ইত্তিহাদে এসেছেন বলে জানিয়েছেন ফরাসি এই তারকা ফুটবলার।

সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন বেনজেমা। আসন্ন মৌসুমেই ফ্রি এজেন্ট হিসেবে ইত্তিহাদে যোগ দেবেন তিনি। মোট ১৬ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে সৌদি ক্লাবে যোগ দিয়েছেন বলে জানা যায়।

কেন আল ইত্তিহাদে যোগ দিলেন, এমন প্রশ্নের উত্তরে বেনজেমা বলেন, ‘আমি মুসলিম। আর এ দেশটাও মুসলিম। সব সময় চেয়েছি মুসলিম দেশে থাকতে। তাই আমি ইত্তিহাদে এসেছি।’

বেনজেমা আরও বলেন, ‘ইত্তিহাদে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। অবশ্যই এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ এবং জীবনটাও নতুন। আমি অনুশীলন শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’

(ঢাকাটাইমস/০৯জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :