কবিতা
স্বপ্নবাজ

এক স্বপ্নবাজ অকুতোভয় সৎসাহসী নিরালস্য পরিশ্রমী মানুষ আমি দেখেছি,
আমি দেখেছি উনার বুকপাজরের হৃদয়ের বিশালতা।
যার স্বপ্নে প্রষ্ফুটিত হয় প্রান্তিক জনগোষ্ঠীর বোবা কান্না,
উনার চোখ দিয়ে স্বপ্ন দেখে তারা।
যার ছায়াতলে আশ্রয় চায় শত সহশ্র অবহেলিত সুবিধা বঞ্চিত নির্ভীক মানুষ,
তাকে দেবতার আসনে বসিয়ে তারা পায় আত্নতৃপ্তি।
আমি দেখেছি উনার চৌকসতা, বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা, বিনয়ী ও উদরতা।
যিনি শিথিল সমাজকে গতিশীল ও বেগবান করেতে করছেন নিরালস্য পরিশ্রম,
ভেঙে দিয়েছেন জাতি বর্ণ গোত্র পেশা শ্রেণির বিভেদ।
আমি দেখেছি এক দীপ্ত ধুমকেতু যিনি উদয়ীত হয়েছিল অজপাড়াগাঁয়ে,
সেই গাঁয়ের মাঠের মাটির গন্ধ মেখে রেখেছে হৃদয়ের গহিনে।
আমি দেখেছি বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক ধারক ও বাহক,
যার ধমনীর শিরা উপশিরায় মুজিব আদর্শ খেলা করে।
আমি দেখেছি নম্রতা ভদ্রতা ও বিনয়ীর উদ্দীপ্ত শীখা,
যার মধ্যে নেই বিন্দুমাত্র আত্ন অহমিকা আমিত্ববোধ।
ধনী গরীব কৃষক শ্রমিক জেলে তাতী কামার কুমার নেই কোনো ভেদাভেদ, তিনি সবাইকে মানুষের চোখে দেখে যেন এক মহানুভবতার স্বপ্নিল নিদর্শন।
আমি দেখেছি কর্মঠ ব্যক্তিত্বের আধার যিনি ভূষিত হয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদক (পিপিএম)(বিপিএম)মাতৃভাষা পদকের মতো অসংখ্য সম্মাননায়।
পেশাদারীত্বের শিকল কেটে তিনি সেবার নেশায় নিজেকে উৎসর্গ করে স্থান পেয়েছেন অসংখ্য প্রান্তিক মানুষের হৃদয়ে।
আমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার খোকা(বঙ্গবন্ধু) কে দেখার সৌভাগ্য আমার হয়নি,
আমি দেখেছি বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক অতিরিক্ত আই জি পি ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান মহোদয় কে।
* কবিতাটি সকলের প্রিয় মুখ অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে নিয়ে লিখেছেন একজন পুলিশ সদস্য সুজাউদ্দৌলা
সংবাদটি শেয়ার করুন
ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত
ভাষা, সাহিত্য ও সংস্কৃতি এর সর্বশেষ

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

ডিএমপির নতুন কমিশনারকে বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির অভিনন্দন

নগদ-রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন ১৮ লেখক ও ২১ বই

আমি বন্ধু বলছি

বাঁধা

শাহরিয়ারের মৃত্যুবার্ষিকীতে জাতীয় সাহিত্য দিবস পালন ইরানের

‘আধুনিক স্থাপত্যধারার চার মহানায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন

মায়াবী আঁধার

স্বননের ৩৮ বছর পূর্তি উপলক্ষ্যে আবৃত্তি অনুষ্ঠান
