গজারিয়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৩, ১৪:৫৮| আপডেট : ১২ জুন ২০২৩, ১৫:০০
অ- অ+

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ইতি আক্তার (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া আশ্রয়ন প্রকল্পে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইতি আক্তার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের মো. সালাউদ্দিনের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইতির খালাতো ভাই সবুজ মিয়ার স্ত্রী সুখী আক্তার বলেন, টাকা ধার নেবার কথা বলতে সোমবার সকাল ৮টার দিকে তিনি বেশ কয়েকবার ইতির মোবাইলে কল দেন কিন্তু সেটা সে রিসিভ করেনি। পরে সুখী আক্তার তাদের বাড়িতে আসেন এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো শব্দ না পাওয়ায় তিনি ইতির নানী আয়েশা বেগম ও ছোট ভাই নাঈমকে ডেকে আনেন। তারা সবাই মিলে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় বিষয়টি তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানা পুলিশকে জানান। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ইতির লাশ দেখতে পায়।

নিহত ইতির মা হালিমা বেগম বলেন, তিনি সকাল সাড়ে ৭টার দিকে ফ্যাক্টরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান। তার একমাত্র ছেলে নাঈম বয়সে ছোট হওয়ায় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে দিনের বেশিরভাগ সময় বাসার বাহিরে থাকে। পড়ালেখা না করায় ইতি বাসাতে একাই থাকতো। কি কারণে সে এ কাজ করলো তা তার জানা নেই। তবে গত এক দেড় মাস ধরে সে একটি ছেলের সাথে ফোনে কথা বলে এ বিষয়টি তারা খেয়াল করেন। একটি ছেলের সাথে তার সম্পর্ক আছে হয়েছে তারা শুধু এটুকু জানেন। তবে ওই ছেলের নাম পরিচয় কিছুই জানেন না।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার এসআই সিকান্দার আলী বলেন, আমরা ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় ইতির লাশ উদ্ধার করি। বিষয়টিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে শতভাগ নিশ্চিত হওয়া যাবে। তার মরদেহের পাশেই তার ব্যবহৃত দুটো মোবাইল ফোনটি পাওয়া গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।

(ঢাকাটাইমস/১২জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা