মঙ্গলবার সারাদেশে শান্তি সমাবেশ করবে যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২৩, ১৬:৪১| আপডেট : ১২ জুন ২০২৩, ১৬:৪৫
অ- অ+

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ উপলক্ষে মঙ্গলবার সারাদেশের মহানগর শান্তি সমাবেশ করবে আওয়ামী যুবলীগ। দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সোমবার যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন, মঙ্গলবার দেশের সকল মহানগরে শান্তি সমাবেশ করবে যুবলীগ। একইদিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তি সমাবেশ করা হবে।

এছাড়া আগামী ১৬ জুন ঢাকা-১৪ সংসদীয় আসনে (মিরপুর, শাহআলী, দারুস সালাম,রূপনগর থানা) বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শান্তি সমাবেশ হবে। ঢাকা-৬ সংসদীয় আসনে (সূত্রাপুর-গেন্ডারিয়া থানা) আওয়ামী যুবলীগ, ঢাকা মহা নগর দক্ষিণের উদ্যোগে শান্তি মাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকাটাইমস/১২জুন/জেএ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা