হজে স্বামী-স্ত্রীকে একত্রে না পাঠানোর কারণে এজেন্সিকে শোকজ

হজে স্বামী-স্ত্রীকে একত্রে না পাঠানোর কারণে মিনা এভিয়েশন নামে একটি এজেন্সিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
রবিবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস.এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক শোকজ সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়।
নোটিশ বলা হয়, হজযাত্রী মোছা. হাসিনার স্বামীকে বাংলাদেশে রেখে তাকে বিমানে সৌদি আরবে পাঠানো হয়েছে। তার স্বামীকে পরের ফ্লাইটে পাঠানো হবে বলে এজেন্সি তাকে সৌদি বিমানবন্দরে ২ ঘণ্টা অপেক্ষা করতে বলে। পরে এজেন্সি এই নারী হজযাত্রীকে একা পাঠিয়েছে এবং তার সঙ্গে পরিচিত কেউ ছিল না।
শোকজে আরও উল্লেখ করা হয়, এজেন্সি যেহেতু নারী হজযাত্রীকে স্বামীর সঙ্গে না পাঠিয়ে একা সৌদি আরবে পাঠিয়েছেন এবং এতে তিনি কষ্ট ও ভোগান্তিতে পড়েছেন। এই ধরনের অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সরকারের হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট নির্দেশনা উপেক্ষিত হয়েছে; যা হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এর পরিপন্থি।
এ ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ এর ১২ ধারা অনুযায়ী কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী ৩ দিনের মধ্যে মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হল।
(ঢাকাটাইমস/১২জুন/পিআর/ইএস)

মন্তব্য করুন