পশুবাহী গাড়িতে গন্তব্য লিখে রাখতে হবে, কেউ আটকালে বরদাস্ত করা হবে না: হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৩, ১৪:৩৯| আপডেট : ১৪ জুন ২০২৩, ১৫:১০
অ- অ+

পশুবাহী গাড়ির সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে বলেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান। কেউ বাধা দিলে কোনোভাবে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের আয়োজনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে সমন্বয় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

সভায় এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, ‘সড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করা হয়।’

আরও পড়ুন>>দেশে চাহিদার চেয়ে ২১ লাখ বেশি কোরবানির পশু

আরও পড়ুন>>লোকালয়ে জায়গা না পেয়ে পাহাড়ে আশ্রয় নেয় জঙ্গিরা: এটিইউ প্রধান

ওই ব্যবসায়ীর বক্তব্যের জেরে অতিরিক্ত আইজিপি বলেন, ‘কোনো গরুর হাটের ভলান্টিয়ার জোরপূর্বক অথবা বাধা দিয়ে গাড়ি হাটে ঢোকাতে পারবে না। এজন্য প্রত্যেক পশুর গাড়িকে সামনে ও পেছনে গন্তব্য লিখে রাখতে হবে। তাহলে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না। যারা যাত্রী আছেন, পরিবহন সংশ্লিষ্ট আছেন চাঁদাবাজি হবে না এটা নিশ্চিত থাকেন।’

পশুবাহী ট্রাকে মাদক পরিবহন করা হয় এমন অভিযোগ প্রসঙ্গে শাহাবুদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট নজরদারি থাকবে। মাদক কারবারিরা যাতে কোনো ধরনের সুযোগ না পায় সেজন্য আমাদের নজরদারি ও তদারকি থাকবে।’

সভায় হাইওয়ে পুলিশের ডিআইজি মোজাম্মেল হক, ডিএমপির ট্রাফিক বিভাগের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ, বিভিন্ন গার্মেন্টসের মালিকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪জুন/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
তথ্য দিয়ে হাইওয়ে পুলিশকে সহায়তা করে মিলল সম্মাননা
সিআইডি, নৌ, রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান 
হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা