মানিকগঞ্জে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৩, ১১:৪৮
অ- অ+

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে সাড়ে ২৬ গ্রাম হেরোইন ও ছয়শত গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার উপজেলার আজিমপুর এলাকার পাকইরতলা মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার বাহাদিয়া গ্রামের মো. সাইদুর রহমান ওরফে আশরাফ, আজিমপুর গ্রামের মো. শিপন ও মো. সবুজ।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন ও ছয়শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৮৪ হাজার টাকা।

তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। মাদককারিদের বিরুদ্ধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৫জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা