বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মইয়ে আটকা এসি মেকানিক, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৩, ১৫:৫৪| আপডেট : ১৫ জুন ২০২৩, ১৬:০৯
অ- অ+

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মইয়ে আটকে থাকা এসি মেকানিক মো. তানভীরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি দল। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর ফোন পেয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

৯৯৯ এর একটি সূত্র জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টায় আবু রায়হান নামে একজন কলার মুন্সীগঞ্জের গজারিয়া থানার জামালদি বাস স্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেট থেকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের মার্কেটে এসি সার্ভিসিংয়ের জন্য একজন এসি মেকানিক মই বেয়ে উঠেছিলেন। অসাবধানতাবশত চার হাজার ভোল্টের বিদ্যুৎ তারের সঙ্গে লেগে অজ্ঞান তিনি হয়ে মইয়ে আটকে আছেন।

আবু রায়হান এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। ৯৯৯ কলটেকার কনস্টেবল শাকিল হোসেন কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল শাকিল তাৎক্ষণিকভাবে মুন্সীগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। ৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এসি মেকানিক তানভীরকে জীবিত অবস্থায় উদ্ধার করে নামিয়ে এনে চিকিৎসার্থে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডিং অফিসার রিফাত মল্লিক ৯৯৯-কে এ বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৫জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা