বগুড়ায় ২১ মণের ‘রোনালদো’ দেখতে মানুষের ভিড়

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৩, ১১:১২| আপডেট : ২৪ জুন ২০২৩, ১১:২৫
অ- অ+

বগুড়ায় ২১ মণ ওজনের ব্রাহমা ক্রস জাতের একটি গরুর মালিক শখ করে তার নাম রেখেছেন ‘রোনালদো’। কোরবানির ঈদ সামনে রেখে প্রায় প্রতিদিন গরুটিকে দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয় মানুষ।

গরুটি লালনপালন করছেন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের মাছ চাষি আব্দুর রাজ্জাক। কোরবানির বাজারে তিনি গরুটির দাম হাঁকাচ্ছেন ১২ লাখ টাকা।

আব্দুর রাজ্জাক জানান, ফুটবলে ব্রাজিলের সমর্থক তিনি। তাই ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদোর (লুইস নাজারিও ডি লিমা) নামেই তার গরুটির নাম রেখেছেন। গরুটির প্রতি তার অনেক মায়া। যে কারণে এই নামটি রেখেছেন তিনি। গরুটি তার বাড়িতেই জন্ম হয়েছে। ছোট থেকে এ ষাঁড়টিকে লালনপালন করে বড় করেছেন।

তিনি জানান, ষাঁড়টির ওজন ২১ মণ। দৈর্ঘ্য ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। গরুটিকে গম, ভুট্টা, ধান, পেয়ারা, ডার্বি, সয়াবিন, কালোজিরা, খৈল, ভুসিসহ ১০ ধরনের গো-খাদ্য দিয়ে তৈরি মিক্সার খাওয়ান। আগে প্রতিদিন ৮শ থেকে ৯শ টাকার খাবার খাওয়ানো হতো। এ পর্যন্ত গরুটির পেছনে ৫ লাখের বেশি টাকা খরচ হয়েছে তার।

তিনি জানান, ১২ লাখ টাকায় ষাড়টি বিক্রি করবেন তিনি। তবে কেউ কিনতে চাইলে দামদর করতে পারবেন। এছাড়া বাড়ি থেকেই ষাঁড়টিকে বিক্রি করতে চান তিনি। তবে বিক্রি না হলে ঢাকার গাবতলী হাটে উঠাবেন।

আরও পড়ুন: রংপুরে ওজনে বিক্রি হচ্ছে কোরবানির পশু

নন্দীগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায় বলেন, ষাঁড়টি ব্রাহমা ক্রস জাতের। ষাড়টিকে ন্যাচারাল খাবার খাওয়ানো হয়েছে। কোন স্টেরয়েড জাতীয় কিছু খাওয়ানো হয়নি। মোটাতাজাকরণের জন্যও কিছু ব্যবহার করা হয়নি। যে কারণে গত প্রচণ্ড তাপপ্রবাহের মাঝেও গরুটির শারীরিক কোনো সমস্যা হয়নি। আমাদের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। (ঢাকাটাইমস/২৪জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা