পদ্মা সেতুর থিম সং লেখেন কবির বকুল, কেমন ছিল সেই গল্পটা?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জুন ২০২৩, ১১:৫৭ | প্রকাশিত : ২৫ জুন ২০২৩, ১১:৫০

গত বছরের ২৫ জুন মহাধুমধামে উদ্বোধন করা হয় সারাদেশের মানুষের বহুদিনের স্বপ্ন পদ্মা সেতু। দিনটি ছিল শনিবার। আজ রবিবার সেই সেতুর বয়স এক বছর হয়ে গেল। স্বপ্নের পদ্মা সেতু নিয়ে সে সময় বহু গান বানানো হয়। তার মধ্যে অন্যতম হলো সেতুর থিম সংটি।

সেদিন এই গানটি বাজিয়েই পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, মমতাজ বেগম, রেজোয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনাসহ মোট ১০ জন তারকা শিল্পী।

‘বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু’ শিরোনামের গানটির সুন্দর কথামালা লেখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। তার দাবি ছিল, মাত্র এক দিনের মধ্যে অসম্ভব সুন্দর এই গানটি তিনি লেখেন। কেমন ছিল সেই গল্পটা?

পদ্মা সেতু উদ্বোধনের মূল অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে ফেসবুকে লাইভ করেন জনপ্রিয় লেখক আনিসুল হক। তিনি সেখানে গীতিকার কবির বকুলের কাছে জানতে চান, সুন্দর এই গানটি তিনি কীভাবে রচনা করলেন। জবাবে কবির বকুল বলেন, ‘আমি এখনো স্বপ্নের মধ্যে আছি। কারণ, আমাদের স্বপ্নের পদ্মা সেতু, সেই সেতু নিয়ে গান লেখা। এটা ইতিহাসের একটা অংশ হয়ে যাওয়া।’

গীতিকার বলেন, ‘শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ভাই আমাকে গানটি লেখার প্রস্তাব দেন। বলেন, পদ্মা সেতুর একটি থিম সং হবে, আপনি গানটা লিখবেন। প্রস্তাবটা পাওয়ার পর থেকেই আমি খুব এক্সসাইটেড ছিলাম। শঙ্কা ছিল, গানটা আমি শেষ পর্যন্ত লিখতে পারব কি না। কারণ, ওই সময় ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ চলছিল। তার আগেরদিন আমি প্রস্তাবটা পাই।’

মাত্র এক দিনের মধ্যে গানটি লিখে জমা দিতে বলা হয়েছিল জানিয়ে কবির বকুল বলেন, ‘২৭ মে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর অনুষ্ঠান শেষ করে ২৮ তারিখ শুধু একটু ভাবনার সুযোগ পেয়েছিলাম। ২৯ তারিখ সকালের মধ্যে আমাকে গানটা জমা দিতে বলেছিলেন লাকী ভাই। কথা মতো গানটি লিখে ২৯ মে সকাল সাড়ে ১০টার মধ্যে আমি সেটি পাঠিয়ে দিই।’

কবির বকুল বলেন, ‘এই গানটার রূপকার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একক চেষ্টায় আমাদের স্বপ্নের পদ্মা সেতু। এর মধ্যে বাঙালির আবেগ, ভালোবাসা মিশ্রিত। পুরো গানটার মধ্যে আমি সেই ভাবটা আনতে চেয়েছি। এই সেতু আমাদের আত্মমর্যাদা। সেই জায়গা থেকে গানটা লেখার চেষ্টা করেছি।’

পদ্মা সেতুর থিম সংয়ে সুর দেন কিশোর দাস। তিনি বলেন, ‘আসলে যখন সুর করেছি তখন জানতাম না যে গানটা এত বড় একটি প্রজেক্টে যাবে। বকুল ভাই আমাকে প্রোপারলি বলেননি। যখন জানলাম, এটা পদ্মা সেতুর অফিসিয়াল থিম সং হতে যাচ্ছে এবং সিলেক্টেড, তখন বেশ গর্ব হয়েছে।’

(ঢাকাটাইমস/২৫জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :