কোরবানি: গরুর চামড়ার দাম ঢাকায় বাড়ল বর্গফুটে ৩ টাকা, ঢাকার বাইরে ৪ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৩, ১৩:০১| আপডেট : ২৫ জুন ২০২৩, ১৩:৫৪
অ- অ+

ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সংগ্রহের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবার গরুর চামড়ার দাম ঢাকায় গতবারের চেয়ে ৩ টাকা আর ঢাকার বাইরে বেড়েছে ৪ টাকা। খাসি ও বকরির চামড়ার দাম গতবারের মতো নির্ধারণ করা হয়েছে।

এবার ঢাকায় ট্যানারি ব্যবসায়ীদের লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৫০ থেকে ৫৫ টাকায়; গত বছর এই দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম হবে ৪৫ থেকে ৪৮ টাকা; ঢাকার বাইরে গত বছর এই দাম ছিল ৪০ থেকে ৪৪ টাকা ছিল।

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ মূল্য নির্ধারণ করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে চামড়ার এই দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এছাড়া ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে; গত বছরও একই দাম ছিল। এবার ঢাকায় ও ঢাকার বাইরে খাসি ও বকরির চামড়ার দাম একই থাকবে।

(ঢাকাটাইমস/২৫জুন/পিআর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থাইরয়েডের চিকিৎসা না নিলে মৃত্যু হতে পারে, বাঁচার উপায়
গরমে ভেষজ লেবু কিডনি ও লিভার সুরক্ষিত রাখে, ক্যানসার প্রতিরোধে কার্যকর
পয়ঃবর্জ্য লেক বা জলাশয়ে গেলে বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক 
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা