ময়মনসিংহে কালু ফকির হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৩, ১৩:৪০
অ- অ+

ময়মনসিংহের ভালুকা থানার চাঞ্চল্যকর কালু ফকির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহজাহান ফকিরকে (৬৫) দীর্ঘ ২৮ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার ভোরে জেলার গফরগাঁও থানাধীন কুর্শাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার শাহজাহান ফকির একই থানার চান্দরাটি গ্রামের প্রয়াত ফালু ফকিরের ছেলে।

র‍্যাব জানায়, হত্যার শিকার কালু ফকির (৫০) ও আসামি পরস্পর আত্মীয়। ১৯৯৫ সালে দুপক্ষের মধ্যে এলাকায় জমিজমার ভাগাভাগিকে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়। এর জেরে ওই বছরের ১৮ জুলাই কালু ফকিরকে আসামি মো. শাহজাহান ফকিরসহ কয়েকজন মিলে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় কালু ফকিরের স্ত্রী রোকেয়া খাতুন বাদী হয়ে শাহজাহান ফকিরসহ ৮ জনের বিরুদ্ধে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি মো. শাহজাহান ফকির আত্মগোপনে চলে যান। অপরদিকে এ মামলায় চলতি বছেরের ১৩ জুন আসামি শাহজাহান ফকির, মো. আনিস, মো. আলমকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এছাড়া বাকি আসামিদের খালাস দেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদা‌য়ে নতুন রেকর্ড

আদালতের এ রায়ের পর অভিযান চালিয়ে পলাতক শাহজাহান ফকিরকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাকে ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা