কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণ জানে কৃষি মন্ত্রণালয়: বাণিজ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৩, ২২:২৬
অ- অ+

কাঁচা মরিচের দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।

শনিবার বিকালে বগুড়ায় সার্কিট হাউজে রোটারি ক্লাবের বর্ষপূর্তিতে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি, সাপ্লাই ও ডিমান্ডের ওপর অনেক কিছু নির্ভর করে। আমদানি পণ্য ব্যবসায়ীরা হোল্ড করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে নিয়ন্ত্রণ করতে। এছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লেও আমাদের দেশে বাড়ে।

বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচা মরিচ কৃষিজাত পণ্য, কাঁচা মরিচের দাম কেন বাড়লো, প্রডাকশন কী তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। সরকার কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত ও অনুমতি দিয়েছে। এর উৎপাদন কতটুকু তা কৃষি মন্ত্রণালয় বলতে পারবে।

কুরবানির চামড়ার দামের ব্যাপারে মন্ত্রী বলেন, বারবার বলা হয়েছিল, কাঁচা চামড়াতে লবণ দিতে হবে। লবণ দিলে দাম না পেলেও আরও ৭ দিন চামড়া হাতে রাখতে পারতো। তবে কেউ কেউ সেই কথা শোনেনি৷ লবণ না দেওয়ার কারণে চামড়া ঢাকায় নিয়ে যাচ্ছে। লবণ দিলে অন্তত ৮ দিন পর্যন্ত চামড়া ভালো থাকতো, ব্যবসায়ীরা ভালো দাম পেত। লবণ না দেওয়ার জন্য দাম পড়ে গেছে। এটি গণমাধ্যমকেও বলা হয়েছিল, আপনারা প্রচার করেন যাতে সবাই চামড়াতে লবণ দেয়৷

মন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলা শেষ করে র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালি শেষে মন্ত্রী রোটারির মূল অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাকে সংবর্ধনা হয়।

(ঢাকাটাইমস/১জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা