কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারণ জানে কৃষি মন্ত্রণালয়: বাণিজ্যমন্ত্রী

কাঁচা মরিচের দাম কেন বেড়েছে তা কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।
শনিবার বিকালে বগুড়ায় সার্কিট হাউজে রোটারি ক্লাবের বর্ষপূর্তিতে যোগ দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সিন্ডিকেট বলে কিছু নেই। আমরা মনে করি, সাপ্লাই ও ডিমান্ডের ওপর অনেক কিছু নির্ভর করে। আমদানি পণ্য ব্যবসায়ীরা হোল্ড করে রাখে। তখন আমরা চেষ্টা করি ভোক্তা অধিকার দিয়ে নিয়ন্ত্রণ করতে। এছাড়া কিছু পণ্যের দাম বাইরের দেশে বাড়লেও আমাদের দেশে বাড়ে।
বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচা মরিচ কৃষিজাত পণ্য, কাঁচা মরিচের দাম কেন বাড়লো, প্রডাকশন কী তা কৃষি মন্ত্রণালয় ভালো জানে। সরকার কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত ও অনুমতি দিয়েছে। এর উৎপাদন কতটুকু তা কৃষি মন্ত্রণালয় বলতে পারবে।
কুরবানির চামড়ার দামের ব্যাপারে মন্ত্রী বলেন, বারবার বলা হয়েছিল, কাঁচা চামড়াতে লবণ দিতে হবে। লবণ দিলে দাম না পেলেও আরও ৭ দিন চামড়া হাতে রাখতে পারতো। তবে কেউ কেউ সেই কথা শোনেনি৷ লবণ না দেওয়ার কারণে চামড়া ঢাকায় নিয়ে যাচ্ছে। লবণ দিলে অন্তত ৮ দিন পর্যন্ত চামড়া ভালো থাকতো, ব্যবসায়ীরা ভালো দাম পেত। লবণ না দেওয়ার জন্য দাম পড়ে গেছে। এটি গণমাধ্যমকেও বলা হয়েছিল, আপনারা প্রচার করেন যাতে সবাই চামড়াতে লবণ দেয়৷
মন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলা শেষ করে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে মন্ত্রী রোটারির মূল অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাকে সংবর্ধনা হয়।
(ঢাকাটাইমস/১জুলাই/এআর)

মন্তব্য করুন