আপত্তিকর ভিডিও ফাঁস: শিক্ষিকা ও প্রধান শিক্ষক বরখাস্ত

নওগাঁ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৩, ১০:২৮
অ- অ+

নওগাঁর বদলগাছীতে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক শিক্ষিকার ‘আপত্তিকর’ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহম্পতিবার দিনব্যাপী স্থানীয়দের বিক্ষোভের মুখে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নেয়। এছাড়া দুই শিক্ষককে স্থায়ীভাবে কেন বরখাস্ত করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়।

এদিকে বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে দুই শিক্ষকের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় শেখর আহমেদ নামে এক ব্যক্তি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসন এক সদস্যের তদন্ত কমিটি ও বদলগাছী উপজেলা শিক্ষা অফিস থেকে তিন সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়।

জানা গেছে, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুনকে আহ্বায়ক করে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়। এতে বাকি দুই সদস্য হলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ড ও বেগুনজোয়ার উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম। আগামী ১২ জুলাইয়ের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এছাড়া জেলা প্রশাসনের তদন্ত কমিটির তদন্ত কর্মকর্তা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম জাকির হোসেন। এ কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

আরও পড়ুন: নদীতে সাঁতার কাটতে নেমে কিশোর নিখোঁজ

অপরদিকে জেলা প্রশাসনের তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে বিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মচারীকে পাননি। তবে স্থানীয়দের বিক্ষোভের মুখে তিনি এলাকাবাসীকে জেলা প্রশাসনের তদন্তে আস্থা রাখার অনুরোধ জানান। বলেন, ওই দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৭জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা