রাজশাহীতে জাল দলিল, মুক্তিযোদ্ধার সনদ ও সিলমোহরসহ গ্রেপ্তার ২

রাজশাহী ব্যরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ১৭:৪১| আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৭:৫৩
অ- অ+

রাজশাহীতে জাল দলিল, ভুয়া মুক্তিযোদ্ধার সনদ, ভুয়া সিলমোহরসহ ২ প্রতারণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। মঙ্গলবার সন্ধ্যায় কোর্ট বুলনপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

আজ দুপুরে তাদের থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে আনিছুর রহমান করিম(৬৬) ও কার্ট বুলনপুর এলকার রাজীব হোসেন রহমানের ছেলে শেখ রেজওয়ানুল করিম। আজ দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এশটি দল তাদের বাসা তল্লাশি চালিয়ে ১৪টি স্বাধীনতা সংগ্রামের ভুয়া সনদপত্র, ১৫টি লেখা সংবলিত ফাঁকা সনদ বাংলাদেশি স্ট্যাম্প মোট-২৫৪৮ টি, পাকিস্তানি বিভিন্ন অঙ্কের মোট ৮৩৩টি স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন অঙ্কের সর্বমোট-২৫৩টি স্ট্যাম্প, জাল-জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরকারি কর্মকর্তার নামীয় ও পদবী সংবলিত ভুয়া সীল-২০৫টি, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত লোহার পাত ০২টি ও পাকিস্তানের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত ২টি যাহা দিয়ে স্ট্যাম্পের পেছনে জল ছাপ দিয়া জালিয়াতির সাহায্যে বিভিন্ন ভুয়া দলিল প্রনয়ণ করা হয়, জালিয়াতির কাজে ব্যবহৃত দোয়াত কলম ৩টি, দোয়াত কালি ১টি, স্ট্যাম্প প্যাড ১টি উদ্ধার করা হয়। এ ঘটনায় জাল-জালিয়াতির মূল আসামিদের গ্রেপ্তার করা হয়।

এ সময় র‌্যাব-৫ জানান, তারা দীর্ঘদিন ধরে ভ‚য়া দলিল দস্তাবেজ তৈরির কাজ করে আসছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে এই ঘটনাস্থলে সংগোপনে জব্দকৃত জাল-জালিয়াতির উপকরণসমূহ জালিয়াতির সাহায্যে বিভিন্ন ভুয়া দলিল, ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সৃজন করে জনসাধারণের নিকট বিপুল অঙ্কে টাকা হাতিয়া নিয়ে প্রতারণা করে আসছিলো। সে পূর্বে ২০১৩ সালে জাল জালিয়াতির মামলায় আটক হয়েছিলেন।

(ঢাকাটাইমস/১১জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা