চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান, ৭৫০০ ইয়াবাসহ আটক ২

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৩, ২২:০৭
অ- অ+

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৭৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। কাঠের বোটটি তল্লাশি করে একটি ফলের (কমলা) ব্যাগে ভিতরে লুকানো অবস্থায় ৭ হাজার ৫০৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক বিক্রেতারা হলেন-শরিয়তপুর জেলার সখিপুর থানার দেওয়ান কান্দি গ্রামের বাসিন্দা মো. রিয়াজ (২২) ও চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের বাসিন্দা মো. শাহবাজ (৩০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বোটে করে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিল।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১১জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা