কুড়িগ্রামে প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩, ১৫:২৬
অ- অ+

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রাস্তার পাশ থেকে এক প্রতিবন্ধি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলকাবাসী জানায় শনিবার সকালে উপজেলার শৌলমারী গ্রামে রাস্তার পাশ ক্ষেতে ওজিমা নামে এক প্রতিবন্ধী নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত ওজিমা রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের শৌলমারী গ্রামের মৃত রজব আলীর মেয়ে।

পুলিশ জানায়, শনিবার মধ্য রাতে ওই নারীকে হত্যা করে কেউ রাস্তার পাশে ফেলে রাখে। প্রাথমিক সুরতহাল করা হয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে এ হত্যাকাণ্ডের কারণ।

তবে স্থানীয়দের ধারণা ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রৌমারী থানা পুলিশ।

আরও পড়ুন: ময়মনসিংহের তারাকান্দায় সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা