৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, ৩ অপহরণকারী গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩, ১৫:৩১
অ- অ+

চাঁদপুরে আব্দুল মালেক নামের এক ড্রেজার শ্রমিককে আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে পুলিশ কৌশল অবলম্বন করে ৩ অপহরণকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে ও ড্রেজার শ্রমিক অপহৃত ব্যক্তি মালেককে উদ্ধার করেন।

শনিবার সকালে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর গ্রামের একটি নির্জন চর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাব্বির, মফিজ ও সুমন। সকলেই সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে ড্রেজার শ্রমিকের শ্যালক মো. ইমরান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রযুক্তির সহায়তায় অভিযোগটা তদন্ত করেন চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন। তাকে সহযোগিতা করেন এএসআই তসলিম হোসেন।

চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন হোসেন জানান, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম স্যারের নির্দেশে অভিযোগ পেয়ে অপহ্নত ব্যক্তি কে উদ্ধারে কাজ করি। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সামনে থেকে বাদীর মোবাইল ফোনে আসা কলের সূত্র ধরে এগিয়ে যাই। পরে অপহরণকারীরা নদী পাড় হয়ে চরে যেতে বলে পুলিশও তাদের পেছনে অন্য একটি ট্রলার নিয়ে যায়। এ সময় বাদী ইমরানের সঙ্গে ছিল লুঙ্গি পরা এএসআই তসলিম। চরে পৌঁছার পর অপহরণকারীদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ও অপহ্নত ব্যক্তিকে জীবিত উদ্ধার করি।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, অপহ্নত ব্যক্তিকে আমরা উদ্ধার করেছি। এছাড়া ৩ জন অপহরণকারী গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

গ্রেপ্তারকৃত মফিজের পিতা সেরাজুল হক জানান, চোর ধরতে গিয়ে আমার ছেলে এখন আসামি।

(ঢাকাইমস/১৫জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা