যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম আর নেই

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৩, ১৭:২২
অ- অ+

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহ এনাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।) শুক্রবার লন্ডন সময় সকাল ৯টায় সেন্ট্রাল লন্ডনের সেন্ট বাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬৯ বছর।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর শাহ এনাম ১৭ বছর বয়সে জন্মস্থান বগুড়া শহরে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ যুদ্ধে ফুসফুসে গুলিবিদ্ধ হয়ে তিনি আহত হন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাহ এনামকে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সরকার চিকিৎসার জন্য বুলগেরিয়ায় পাঠিয়েছিলেন। চিকিৎসা শেষে তিনি লন্ডনে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শাহ এনাম ব্রিটেনে নাট্য এবং সাংস্কৃতিক অঙ্গনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে শাহ এনাম স্ত্রী, দুই পুত্র এক নাতি, এক নাতনি এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শাহ এনামের প্রথম পুত্র জাপান থেকে দেশে ফিরে আসার পর তার দাফনের ব্যবস্থা করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা