মেঘনায় দুর্ঘটনার কবলে কার্গো জাহাজ, ১২ জন উদ্ধার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৩, ১৯:০৫
অ- অ+

বরিশালের জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া সংলগ্ন মেঘনা নদীতে তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েছে একটি মালবাহী কার্গো জাহাজ। রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।

তিনি জানান, সিমেন্ট তৈরির কাচামাল নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিলো প্রিমিয়াম-৫ নামের একটি মালবাহী কার্গো জাহাজ। বেলা ১১টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ি খাল সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে এটির পেছনের অংশের তলা ফেঁটে যায় এবং ভেতরে পানি উঠতে থাকে।

তিনি বলেন, ওই সময় ঘটনাস্থলে কোষ্টগার্ড দক্ষিনজোনের কালিগঞ্জ স্টেশনের একটি টহল টিম কাছাকাছি নদীতে টহল দিচ্ছিলো। তারা বিষয়টি জানতে ও দেখতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উদ্ধার অভিযান চালিয়ে অখ্যত অবস্থায় জাহাজের নাবিক-ক্রুসহ ১২ জনকে উদ্ধার করে। ফলে কেউ নিঁখোজ নেই।

তিনি বলেন, বর্তমানে জাহাজটি ওই স্থানের ডুবেচরে আটকে গিয়ে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। সেখানে আমাদের কোষ্টগার্ডের সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে নৌ-পুলিশের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ ফাঁড়ির এসআই আসাদুল আল গালিব বলেন, প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে, ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে খুলনার মংলাগামী জাহাজটির তলা ফেটে গেছে। আর জাহাজটির তলার পেছনের অংশ ফেঁটে যাওয়ায় ধীরে ধীরে এটির ভেতরে পানি প্রবেশ করতে থাকায় বর্তমানে সেই অংশ আগে নিমজ্জিত হয়। বর্তমানে জোয়ারের পানি ঢুকে জাহাজটির সামনের অংশ দেখা দেখা গেলেও পেছনের অংশ নদীর পানিতে তলিয়ে গেছে।

জাহাজটির সকল স্টাফ নিরাপদে উদ্ধার হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, জাহাজ কোম্পানিকে বিষয়টি জানানো হয়েছে, তারা ঘটনাস্থলে আসছেন। তারা এসে পৌঁছালে জাহাজটি ও এর মালামাল উদ্ধারে পদক্ষেপ নেয়া হবে। বর্তমানে জাহাজ ও ওই স্থানের নিরাপত্তায় নৌ-পুলিশের সদস্যরা নিয়োজিত রয়েছেন।

তবে জাহাজে কী পরিমাণ সিমেন্টের কাঁচামাল ছিল তা নিশ্চিত হতে পারেননি তিনি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা