বরগুনা সদরে ইট ভাটার কারণে বেহাল সড়ক, পথচারীদের ভোগান্তি

বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি এলাকায় জনগুরুত্বপূর্ণ একটি সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এই সড়কের পাশে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প তাছাড়াও একাধিক ইটভাটা থাকায় একসময়ের পাকা সড়কে এখন হাঁটু পরিমাণ কাদার সৃষ্টি হয়েছে। সেখানে দিনরাত ইট পরিবহনের জন্য টাফি, ট্রলি, ট্রাক্টর ও টমটম চলাচলের কারণে সড়কটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয়েছে খানাখন্দের। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বরগুনার জনগুরুত্বপূর্ণ সড়কটি এখন বেহাল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। জরুরি মুহূর্তে রোগীদের নিয়ে হাসপাতালে নেয়ার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে। সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি মেরামতের দাবি স্থানীয়দের।
বরগুনা-ফুলঝুড়ির এ জনগুরুত্বপূর্ণ সড়কটি ঘিরে ১৫টি প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাধ্যমিক বিদ্যালয়সহ অসংখ্য মাদ্রাসা থাকায় শত শত শিক্ষার্থীরা নিয়মিত এ পথে যাতায়াত করছে। খানাখন্দের কারণে চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ হাজার হাজার এলাকার মানুষ। বিশেষ করে জরুরি সেবায় প্রসূতি মায়েদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক ফায়ার ব্রিগেড গাড়ি দ্রুত সময়ে গন্তব্য স্থানে পৌঁছাতে না পারায় এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। চলমান বর্ষা মৌসুমে সড়কটির অবস্থা আরও বেহাল হয়েছে ।এছাড়া খানাখন্দে পানি জমে সম্পূর্ণরূপে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মূখীন হতে হচ্ছে অটোরিকশা ও মোটসাইকেল চালককে।
১নংবদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান রাজা জানান, সর্বশেষ ১৪ বছর আগে এ সড়কটি মেরামত করা হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই সড়কটি দিয়ে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
বরগুনা এলজিইডি উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে শুরুতেই সড়কটি সংস্কার কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছি।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এআর)

মন্তব্য করুন