তাড়াশের প্রথম মেয়র হলেন নৌকার আব্দুর রাজ্জাক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৩, ২৩:০৩
অ- অ+

প্রথম বারের মতো সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক। তিনি ৯ হাজার ৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করা মো. বাবুল শেখ। তিনি তার জগ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ২৫৪ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৪ হাজার ৭৫৪ ভোট।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক ৮টি কেন্দ্রে বেশি ভোট পেয়ে প্রথম হন।

সোমবার সকাল ৮টায় ভোট শুরু হয়। যা বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। পাশাপাশি কয়েকটি ভোট কেন্দ্রের মধ্যে ভোটাররা উপস্থিত থাকায় তাঁদের ভোট সম্পূর্ণ করতে কিছু সময় বেশি লাগে।

এ দিকে ভোটের কাজে নিয়োজিত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপতা ছিল চোখে পড়ার মতো। ফলে কোন রকম গোলোযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে ১০টি ভোট কেন্দ্রে ভোট প্রদান সম্পূর্ণ হয়।

উল্লেখ্য, তাড়াশ পৌর এলাকার মোট ভোটার ১৯ হাজার ২৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ৮২০ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন, তৃতীয় লিঙ্গের ১ জন। এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন আর নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন প্রতিদ্বন্ধিতা করেছিলেন।

(ঢাকাটাইমস/১৭জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা