কক্সবাজারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় চলন্ত সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৪ জন।
মঙ্গলবার সকাল ৭টায় মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টিপু সোলতান (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে। অপরজন যশোর শার্শা থানার সুবর্ণখালী এলাকার আবু হাসানের ছেলে তালহা জোবায়ের সাজিদ (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পিছন দিক থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস চকরিয়া ইউনিট ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ি দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছালে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৩-৪ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এসএম)

মন্তব্য করুন