পাবনার সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস আর নেই

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ১৩:২৭| আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৩:৪৯
অ- অ+

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মঞ্জুর বিশ্বাস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ভাগিনা ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন সাবেক এমপি মঞ্জুর বিশ্বাস। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। তার প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ চত্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারীতে নেওয়া হবে। সেখানে বাদ আসর জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা