মাদারীপুর এক্সপ্রেসওয়েতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১০

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৩, ১৪:০২| আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৪:২৩
অ- অ+

মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় এ ঘটনা ঘটে।

শিবচর ফায়ার সার্ভিসের টিম লিডার তরুন অর রশিদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী সিল্কী পরিবহনের এক বাস এক্সপ্রেসওয়ের পাঁচ্চর ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। পরে যাত্রীরা জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের টিম। পরে আহত যাত্রীদের উদ্ধার এবং আহতদের মধ্যে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশে আটকে পড়া যাত্রীদের কৌশলে বের করে আনা হয়। এদের মধ্যে মাইনুদ্দিন (৪৫) নামের এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিম লিডার তরুন অর রশিদ খান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। বাসের সামনের দিকের ভাঙা অংশের মধ্যে কয়েকজন যাত্রী আটকা পড়েছিল। পরবর্তীতে তাদের উদ্ধার করতে সক্ষম হই।

(ঢাকাটাইমস/২০জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা