অলিখিত ফাইনালে অনিশ্চিত জ্যোতি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১৬:৩৫

ভারতের মেয়েদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে এখন পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে দুদল। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। কিন্তু এই ম্যাচ নিয়ে শঙ্কায় রয়েছেন টাইগ্রেস দলনেতা নিগার সুলতানা জ্যোতি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে তীব্র গরমের কারণে অসুস্থবোধ করেন জ্যোতি। তাই পুরো ম্যাচে মাঠে থাকতে পারেননি তিনি।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের কোচ হাসান তিলকারত্নে টাইগ্রেস দলনেতা জ্যোতিকে নিয়ে বলেন ‘জ্যোতি এখনও পুরোপুরি ফিট নয়। আগামীকাল একটা ফিটনেস টেস্ট হবে। এরপর সকালে আমরা সিদ্ধান্ত নেব।’

উল্লেখ্য, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (শনিবার) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে।

(ঢাকাটাইমস/২১জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :