ইমার্জিং এশিয়া কাপ

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২১১ রানে থামল ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২১ জুলাই ২০২৩, ২০:৩৩ | প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১৮:০৫

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে সুবিধা করতে পারলেন না ভারত ‘এ’ দলের ব্যাটাররা। ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১১ রানে থামল ভারত। ফলে ফাইনালে উঠতে বাংলাদেশের দরকার ২১২ রান।

কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান টাইগার দলনেতা সাইফ হাসান। ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতীয় ব্যাটারদের কোণঠাসা করে রাখেন বাংলাদেশের বোলাররা। ২৪ বলে ২১ রান করে ফেরেন ওপেনার সাই সুদর্শন।

দ্বিতীয় উইকেট জুটিতে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন ওপেনার অভিষেক শর্মা ও নিকিন জোসে। ১৭ রানে ফেরেন জোসে। ৩৪ রান করেন অভিষেক।

এরপর পড়তে থাকেন একের পর এক উইকেট। নিশান্ধ সিন্ধু ৭, রিয়ান পরাগ ১২, ধ্রুব জুরেল ১, হারশিত রানা ৯, মানব ২১ ও হাঙ্গাগেকার ১৫ রান করেন। এদিকে শেষ ওভারে আউট হওয়ার আগে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন ইয়াশ ধুল। আউট হন ৬৬ রানে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন শেখ মেহেদি, তানজীম হাসান সাকিব ও রাকিবুল ইসলাম। একটি করে উইকেটের দেখা পেয়েছেন সাইফ হাসান, রিপন মণ্ডল ও সৌম্য সরকার।

(ঢাকাটাইমস/২১জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :