জিম-আফ্রো টি-টেনে মুশফিক-তাসকিনের চোখ ধাঁধানো পারফরমেন্স

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০২৩, ১৬:০১

জিম-আফ্রো টি-টেন লিগ খেলতে জিম্বাবুয়েতে পাড়ি জমিয়েছেন দুই টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ব্যাটে-বলে চোখ ধাঁধানো পারফরম্যান্সও করছেন দুজনই। তবে পরস্পরের দেখায় তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভসকে ১০ রানে হারিয়েছে মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলো।

নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তাসকিন আহমেদ। অবশ্য সেই ম্যাচটি মুশফিকের দলের বিপক্ষে নয়। হারারে হ্যারিকেন্সের বিপক্ষে খেলতে নেমে ৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে তাসকিনের বুলাওয়ে। বল হাতে দুর্দান্ত ছিলেন টাইগার পেসার। ২ ওভারে মাত্র ৭ রানের খরচায় একটি উইকেট নেন তিনি।

এরপর টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে নিজ নিজ দলের পক্ষে পরস্পরের বিপক্ষে মাঠে নামেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। শুরুতে ব্যাট করতে নামে মুশফিকের জোবার্গ। কিন্তু তাসকিনের আগুনঝরা বোলিংয়ে শুরুটা ভালো হয়নি জোবার্গের। তবে মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডবে লড়াকু পুঁজি পেয়ে যায় দল। ১০ ওভারে তুলে ৭ উইকেটে ১০৫ রান। মাত্র ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন মুশি।

এদিকে দুই ওভার বল করেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে দেন ৫ রান। দ্বিতীয় ওভারে ৬ রানের খরচায় নেন তিনটি উইকেট। অর্থাৎ ২ ওভারে ১১ রানের খরচায় তিনটি উইকেট নেন তাসকিন আহমেদ।

(ঢাকাটাইমস/২২জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :