সিরাজগঞ্জে গাঁজাসহ তিনজন আটক

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।
আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মনোহরগঞ্জের মোছা. নিঝুম (২৪), মোছা. তাবাসসুম আক্তার তন্নি (২০) ও মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আরিফ (২৮)। মামলার স্বার্থে নারীদের ঠিকানা গোপন রাখা হয়েছে।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গোপন খবরে সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্বরে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/২৪জুলাই/এসএ)

মন্তব্য করুন