সিরাজগঞ্জে গাঁজাসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২৩, ১৫:০২| আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৫:০৬
অ- অ+

সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী।

আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার মনোহরগঞ্জের মোছা. নিঝুম (২৪), মোছা. তাবাসসুম আক্তার তন্নি (২০) ও মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আরিফ (২৮)। মামলার স্বার্থে নারীদের ঠিকানা গোপন রাখা হয়েছে।

বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, গোপন খবরে সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার গোলচত্বরে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত 
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
সিরাজগঞ্জে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা