ডেঙ্গুতে মারা গেলেন অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব নাজিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জুলাই ২০২৩, ১৩:৩১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। নাজিয়া আটমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সবশেষ তিনি মন্ত্রণালয়ের ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে সিনিয়র সহকারী সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

জানা গেছে, ৩০তম বিসিএসে নাজিয়া সুলতানা প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন। গত দুই দিন বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন।

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি তার (মন্ত্রীর) উপজেলায় ইউএনও থাকাকালে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন।

মন্ত্রী আরও বলেন, নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

সিনিয়র সচিব তাঁর শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ঢাকাটাইমস/২৫জুলাই/এসএস/

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :