ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করছেন আখতার হোসেন

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৩, ১০:২৬| আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১:৩৯
অ- অ+

ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংগঠনটির সহসভাপতি ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেইজে স্টাটাস দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

স্টাটাসে তিনি লিখেছেন, ‘ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমার সম্পর্কের ইতি টানলাম। দপ্তর বরাবর পদত্যাগপত্র পৌঁছে দিব শীঘ্রই।’

স্টাটাসটি হবহু তুলে ধরা হলো–

এক দীর্ঘ যাত্রার সমাপ্তি এবং কিছু কথা

কোটা সংস্কার আন্দোলনের ভেতর দিয়ে অধিকার পরিষদের সঙ্গে আমার যাত্রা শুরু। সেই ১৮ সালের আন্দোলনে অংশ নেয়ায় মারধর/নির্যাতনের মুখে হল থেকে বিতাড়িত হতে হয়েছিল। মাত্র থার্ড ইয়ারে ওঠা আমাকে দীর্ঘ আড়াই মাস ঢাকায় যাযাবরের জীবন যাপন করতে হয়েছিল। কিন্তু আমি খুশি ছিলাম ইতিহাসের অংশ হতে পেরে। আমার বন্ধুসহ রাশেদ ভাইকে ৮ এপ্রিল রাতে তার বাসায় পৌঁছে দেয়ার রোমাঞ্চকর স্মৃতি আমাকে আজীবন সাহসী রাখবে।

এরপর নিরাপদ সড়ক আন্দোলনে কিশোরদের সঙ্গে মেশার সুযোগ হয়েছিল আমার। সবকিছু ছাপিয়ে প্রশ্নফাঁস বিরোধী অনশন আমাকে নিজেকে চিনতে শিখেয়েছে।

১৮-র অক্টোবরে ঘ ইউনিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজুতে তিনদিনের অনশনে সবপক্ষের সম্মিলিত প্রতিবাদে, সাধারণের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয় আবার পরীক্ষা নিতে। কলঙ্কমুক্ত হয় আমার বিশ্ববিদ্যালয়।

প্রতিবাদের এই পালে সবচে বড়ো হাওয়া লাগে ১৯-র ডাকসু নির্বাচনে। কত পক্ষের ডাকাডাকি সত্ত্বেও আমি অধিকার পরিষদের ভাইদের মাঝেই সম্ভাবনা খুঁজে পেয়েছিলাম। সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর প্রতিবাদের মিছিল আমার সঙ্গ ছাড়েনি। ডাকসুতে থাকাকালে শিক্ষার্থীদের জন্য এমনকি খুব ছোট ছোট বিষয়েও ছোটাছুটি আমার নেশায় পরিণত হয়। বিনিময়ও পেয়েছি। তৎকালীন ঢাবির এক ফেসবুক প্লাটফর্মের জরিপে সর্বাধিক জনপ্রিয় ডাকসু প্রতিনিধির সম্মান আমাকে উজ্জীবিত করেছে। আমি কৃতজ্ঞ আজীবন।

১৯-এর অক্টোবরে আবরার ফাহাদের শহীদ হওয়ার পর আন্দোলনের জোয়ারে ভেসেছিলাম আমরা। ডাকসু হামলার পর যখন আমাদের অস্তিত্ব হুমকির মুখে, তখন ভয়ডর উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিলের পর মিছিল করেছি। আমাদের এই জোয়ার ছড়িয়ে পড়েছিল গোটা দেশে।

২০ এর প্রথমদিকে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার কমিটি প্রস্তুতের পুরো সময়জুড়ে জুনিয়ররা সবাই চেয়েছিল আমি যেন সভাপতি হই। তবুও আমাকে সেক্রেটারি করা হলে অনেকেই নিষ্ক্রিয় হয়ে যায় তখনই। কিন্তু আমি পরিষদের মধ্যে আশা দেখেছিলাম। এ জন্য সেক্রেটারি মেনেই কাজ শুরু করি।

করোনার কঠিন সময়ে শীর্ষ নেতৃত্বের নামে মামলা হলে ঢাকায় এসে প্রতিবাদে সামিল হই। সে বছর আবরার ফাহাদের প্রথম শাহাদাত বার্ষিকীতে ৭ অক্টোবর প্রথম প্রহরে বুয়েটসংলগ্ন পলাশীর মোড়ে ‘আটস্তম্ভ’ তৈরি করেছিলাম আমরা। প্রশাসন সেটা গুঁড়িয়ে দেয়। তবে দেশের বিভিন্ন প্রান্তে আগ্রাসনবিরোধী ছাত্র-জনতা আটস্তম্ভের নানাবিধ রেপ্লিকা তৈরি করেছে। ধারণ করেছে আবরার ফাহাদের স্মরণে নির্মিত এই প্রতীকী স্মৃতিস্তম্ভকে।

এরপর একুশের এপ্রিলে গ্রেপ্তার হই মোদী বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে। পুলিশ রিমান্ডে নেয় দুইবার। ৭৮ দিন পর জামিনে মুক্ত হই। পরের বছর, ২২-এ আবার আবরার ফাহাদের স্মরণসভায় আমরা ২৪ জন আটক হই। এসব মামলার হাজিরায় বিপদের দিনের সাথীরা আমরা কোর্ট প্রাঙ্গণে একত্রিত হই প্রতিমাসে কয়েকবার। এবং সেটা যেন অনন্তকালব্যাপী আমাদের এক ঘটনাচক্রে বেঁধে ফেলেছে।

২৩ এর জানুয়ারিতে সেন্ট্রাল কমিটির সহসভাপতি হই। ১৭ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে টিএসসিতে হামলার শিকার হই। এসব গল্প আমার একার নয়। সারাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রায় সব সাথীরই এমন গল্প আছে।

সারাদেশের এইসব গল্পের সারথীরা হঠাৎ করে এক ডামাডোলে পড়ে যায়। গত একমাসে যা কিছু ঘটেছে তাতে হতাশা ভর করে। নতুন ধারার রাজনীতির আহ্বানে একত্রিত হওয়া মানুষগুলো সাধারণের থেকে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হয়। যার উত্তর করাও কষ্টের।

আমি ছাত্র অধিকারের কর্মী হিসেবে সেসব বিষয়ের চেয়ে ছাত্র অধিকারের বিষয়ে আমার বক্তব্য উপস্থাপন করতেই বেশি আগ্রহী। গত ১০ জুলাই ঢাবি, জাবি, রাবি শাখা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন করে লেজুড়বৃত্তির অভিযোগ আনে। সাস্ট থেকে দপ্তর বরাবর চিঠি পাঠানো হয়।

১৪ তারিখ দিনভর কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে আমি প্রশ্ন রেখেছিলাম ছাত্রের সভাপতি, সেক্রেটারির দেয়া ২১ জুনের প্রেস রিলিজ, যুব ও শ্রমিকের সাথে দেয়া প্রেস রিলিজ কেন লেজুড়বৃত্তি হবে না। কিন্তু এই প্রশ্নের উত্তর মেলেনি।

প্রশ্ন করেছিলাম গণ’র পদগ্রহণ করার ব্যাপারে। উত্তরে সেক্রেটারি জানালেন এটা সাময়িক বা পদাধিকার বলে বা সম্মানসূচক বা পার্মানেন্ট নয় এমনকিছু। আমি বললাম গণ’র ঐ কমিটির শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা পদ হোল্ড করেছেন, যে প্রেসে আপনাদের পদায়িত করা হয় সেখানে সাময়িক বা সম্মানসূচক এমন কোনো লেখা ছিল না, ঐ পদ ব্যবহার করে আপনারা গণতে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেই পদের ভিত্তিতে চাইলেই গণর প্রেসরিলিজ অনুযায়ী আপনারা বর্তমান গণর কমিটিতে পদ নিতে পারেন তবুও কেন এই পদগ্রহণ পার্মানেন্ট নয়। উত্তর মেলেনি।

এমনকি গণর খসড়া গঠনতন্ত্রেও কেবল মেয়াদোত্তীর্ণ কমিটির শীর্ষ নেতৃত্বকে পদায়িত করার কথা বলা আছে। এর অর্থ হলো মেয়াদ শেষ হলে গণতে যাবেন বা গণতে গেলে মেয়াদ শেষ বা পদশূন্য হবে। আবার দ্বৈত পদের ব্যাপারও আছে। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ এর ৯০খ ধারা অনুযায়ী এমনকিছু আইনানুগ নয়।

সবচেয়ে জোরালা যে প্রশ্ন করছিলাম তা হলো ‘ছাত্র অধিকার পরিষদ কি তার গঠনতন্ত্রে উল্লেখিত স্বাধীন, স্বাতন্ত্র্য, লেজুড়বৃত্তির ঘোষণায় অটল থাকবে? তখন এই গঠনতন্ত্র খসড়া, কার্যকরী নয় এমন কথা বলা হয়। এমনকি গঠনতন্ত্র সংশোধনের আলাপও দেয় দুয়েকজন। সেদিনের মিটিংয়ে ঢাবি, জাবি, রাবির সাথে ফর্মালি বসার সিদ্ধান্ত হলেও সেটা করা হয়নি।

যেসব কথা এবং কাজের ভিত্তিতে আমরা একত্রিত হয়েছিলাম, শিক্ষার্থীদের আহ্বান করেছিলাম, মানুষকে আশা দেখিয়েছিলাম তা যেন অন্তত ছাত্র অধিকার পরিষদে বিদ্যমান থাকে, আমাদের এতদিনের পরিশ্রম যেন বিফলে না যায় এজন্য ঢাবি, জাবি, রাবি, সাস্টের উদ্যোগকে আমি স্বাগত জানিয়েছিলাম। কিন্তু দিনশেষে একরাশ হতাশা ছাড়া এখানে আর কিছু অবশিষ্ট থাকলো না।

আজকের এই দিনে এসে আমার এতোদিনের সঙ্গী এবং শুভানুধ্যায়ীদের কথা আমার বারবার মনে পড়ছে। সংগ্রামের দিনগুলোর কথা মনে পড়ছে। কিন্তু আমি সাংগঠনিক সম্পর্কের ইতি টানতে চাই। অনেকে বলেন, এতো পরিশ্রমের তবে কী হবে? আসলে শত পরিশ্রমে গড়া ঘরে বিষ ছড়িয়ে পড়েছে, সেখানে অবস্থান করে বিবেককে স্লো পয়জনিংয়ের দিকে ধাবিত করার মানে হয় না।

ছাত্র অধিকার পরিষদের সঙ্গে আমার সম্পর্কের ইতি টানলাম। দপ্তর বরাবর পদত্যাগপত্র পৌঁছে দিব শীঘ্রই।

আমি আশাবাদী, আমার যে প্রতিবাদী জীবনের শুরু হয়েছে তা কোনো ঘটনায় স্তিমিত হয়ে পড়বে না। ছাত্র-জনতার অধিকারের প্রশ্নে সবসময় সোচ্চার থাকব ইনশাআল্লাহ। হয়তো নতুন কোনো সম্ভাবনা নিয়ে। আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে আমি সামনের দিকে এগুতে চাই। ভুলের জন্য চাই ক্ষমা। ধন্যবাদ সকলকে।

(ঢাকাটাইমস/২৬জুলাই/এসকে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
রাজসাক্ষী দিতে ট্রাইব্যুনালে সাবেক আইজিপি মামুন
রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার
১২ দিন পর খুলেছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, স্মরণসভায় আবেগঘন মুহূর্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা