সুনামগঞ্জে আদালত প্রাঙ্গনে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৩, ১৬:০১| আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১৬:০৬
অ- অ+

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গনে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

শনিবার দুপুরে জেলা শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় সাংবাদিকরা।

এর আগে গত শুক্রবার স্কুলছাত্রী রাজনা হত্যারা সঙ্গে জড়িত চাচাতো ভাই সালমান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে নেয় শান্তিগঞ্জ থানা পুলিশ। আদালত প্রাঙ্গনে ফুটেজ নেওয়ার সময় সাংবাদিক শহীদনূরের দিকে বার বার তেড়ে আসেন আসামি সালমান। এসময় সাংবাদিক শহীদনূরকে হত্যার হুমকি দেন তিনি।

এদিকে মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলা নির্যাতন আশঙ্কাজনকহারে বেড়েছে। যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন বড় হুমকি। স্কুলছাত্রী রাজনা হত্যার সঙ্গে জড়িত সালমান মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিক শহীদনূরকে হত্যার হুমকির তদন্তের দাবি জানান বক্তারা।

এসময় বক্তব্য রাখেন, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি শামস শামীম, সিনিয়র সাংবাদিক শামছুল কাদির মিসবাহ, জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সাজ্জাদ হোসেন, জয়ন্ত সেন, হাবিবুল্লাহ হেলালী, আব্দুল্লাহ আল মামুন, শংকর দত্ত প্রমুখ।

ঢাকাটাইমস/২৯জুলাই/এসএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা