জমির দ্বন্দ্বে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৩, ১১:২০| আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১২:১৬
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কবির হাওলাদার (৬০) নামে এক কৃষককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই।

শনিবার সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।

নিহত কবির হাওলাদার পৌর এলাকার দক্ষিণ জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কৃষক কবির হাওলাদারের সঙ্গে তার আপন ছোট ভাই মাদারীপুর আদাল‌তের মুহুরি এইচ এম সবুরের বেশ কিছুদিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা চলছিল। শনিবার সন্ধ্যায় ওই জমিজমা নিয়ে পুনরায় উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায় এইচ এম সবুর ক্ষিপ্ত হয়ে তার দলের কয়েকজন লোককে সঙ্গে নিয়ে কবির হাওলাদারকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিস বলেন, সবুর পেশায় কোর্টের মুহুরি। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্যে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

ঘটনার পর থে‌কে এইচ এম সবুর পলাতক র‌য়ে‌ছে। তা‌কে পাওয়া যায়‌নি।

আরও পড়ুন: কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, অভিযোগ প্রক্রিয়াধীন। যে কোনো প‌রি‌স্থি‌তি মোকাবিলায় ওই এলাকায় পু‌লিশ মোতা‌য়েন র‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা