ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বর ডোবা-কচুরিপানার দখলে, মশার উৎপাতে অতিষ্ঠ জনজীবন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৩, ১৭:৫২
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সামনের ডোবায় দীর্ঘদিন ধরে কচুরিপানা, বিভিন্ন আগাছা ও আবর্জনায় সয়লাব হয়েছে। এখান থেকে ডেঙ্গু মশার উৎপাত বাড়ছে। এছাড়া কচুরিপানা ও আগাছা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে মশার অত্যাচার ও দুর্গন্ধে অতিষ্ঠ সেবাপ্রার্থী ও পৌর বাসিন্দারা ।

উপজেলা পরিষদের চত্বরের ডোবার সামনে রয়েছে- সাব-রেজিস্ট্রার অফিস, নির্বাচন অফিস, ভূঞাপুর প্রেসক্লাব, মৎস্য, যুব ও মহিলা উন্নয়ন কার্যালয়সহ সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন ব্যবসায়ী দোকানপাট। অপরদিকে, দীর্ঘদিন ধরে ডোবাটি পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখায় সৌন্দর্য নষ্ট হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে ডোবাটি অবস্থিত। ডোবার উত্তরপাশে এক কোনায় সম্প্রতি বালু ফেলে ভরাট করা হয়েছ। ডোবার বাকি অংশে কচুরিপানাসহ বিভিন্ন আগাছায় ছেয়ে গেছে। এসব আগাছা দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় দুর্গন্ধও ছড়াচ্ছে। এতে বাড়ছে ডেঙ্গু মশার সংক্রমণ।

চা বিক্রেতা তারা মিয়া ও খালেক বলেন, ডোবাটিতে দীর্ঘদিন ধরে কচুরিপানা ও বিভিন্ন আগাছা জন্মে সয়লাব হয়ে আছে। এর ফলে দিনদিন ডেঙ্গু মশার সংক্রমণ বাড়ছে। দিনে-দুপুরে বসে থাকাও যায় না মশার যন্ত্রণায়। তাছাড়া দুর্গন্ধ তো আছেই। প্রশাসনের কাছে দাবি, যেন দ্রুত ডোবাটি পরিষ্কার করা হয়।

ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক বলেন, ডোবাটি উপজেলা পরিষদ চত্বরে। দীর্ঘদিন ধরে এখানে কচুরিপানা ও বিভিন্ন আগাছায় ভরপুর রয়েছে। অনেকে আবার এ ডোবায় ময়লা-আবর্জনা ফেলছে। যার কারণে স্বাস্থ্যঝুঁকিসহ নানা সংক্রমণ ছাড়াচ্ছে। এটি দ্রুত পরিষ্কার করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার বলেন, ইউএনও স্যার দেশের বাইরে প্রশিক্ষণে রয়েছে। তিনি আসলে তার সাথে আলোচনা করে ডোবায় থাকা কচুরিপানাসহ বিভিন্ন আগাছা দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার করা হবে।

ঢাকাটাইমস/৩আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা