ই-ব্যাংকিং সেবা চালুসহ ৫ দফা দাবিতে ইবি শিক্ষার্থীদের আন্দোলন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৩, ১৮:১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তিতে পোষ্য কোটায় নির্ধারিত নাম্বার নির্ধারণ, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কতৃক শিক্ষার্থী হেনস্থা বন্ধ ও ই-ব্যাংকিং সেবা চালু করা সহ ছয় দফা দাবিতে আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে প্রায়অর্ধশত শিক্ষার্থী নিয়ে আন্দোলন করা হয়।আন্দোলন শেষে উপাচার্য কার্যালয়ে উপস্থিত হয়ে প্রশাসনের কাছে শিক্ষার্থীরা তাঁদের দাবি তুলে ধরেন। দাবীগুলো যৌক্তিক ওইতিমধ্যেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা চলমান, যা প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন উপাচার্য।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো - ১. পোষ্য কোটায় নির্ধারিত নাম্বার নির্ধারণ করা, ২.বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্তৃকশিক্ষার্থীদের হেনস্তা বন্ধ, ৩. প্রশাসন ভবনে সার্টিফিকেট উত্তোলনের সময় ভোগান্তি নিরসন, ৪. দ্রুত ই-ব্যাংকিং চালু ৫. পরিবহনে ভোগান্তি ৬. নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান।

এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী কামাল হোসেন শিক্ষার্থীদের দাবিগুলো তুলে ধরে বলেন, 'পোষ্যকোটায় ভর্তিতে নাম্বারনির্ধারণ করতে হবে। প্রশাসন ভবনে আমরা যে পরিমাণ হেনস্তা ও ভোগান্তির শিকার হই তা বন্ধ করতে হবে। ব্যাংকিং খাতে যেভোগান্তি সেটি কমাতে দ্রুত ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে তা সমাধান করতে হবে।'

এছাড়া তিনি আরো বলেন, 'আমরা আসলে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে এসেছি, না পড়াশোনা করতে এসেছি। আমাদেরপ্রতিটি সমস্যা সমাধান করতে হলে আন্দোলন ছাড়া সমাধান হয় না কেনো? '

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, 'শিক্ষার্থীদের আজকের এই দাবিগুলো আমার মনেদোলা দিয়েছে। আমি আশ্বাস দিচ্ছিনা, তবে এতটুকু বলছি ই-ব্যাংকিং সেবার কাজ প্রায় শেষের দিকে। কর্মকর্তাদের দ্বারাভোগান্তির শিকার বিষয়টা শুনলাম। সবার সাথে কথা বলে দেখি। ইতিমধ্যেই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা চলমান, যা প্রায়শেষের দিকে।'

(ঢাকাটাইমস/৫আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল-কলেজ সোমবার বন্ধ, খোলা প্রাথমিক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এসএসসি ও সমমানের ফলাফল মে’র দ্বিতীয় সপ্তাহে

এই বিভাগের সব খবর

শিরোনাম :