মুন্সীগঞ্জে পিকনিকের ট্রলারডুবি, নিহত বেড়ে ৮

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ১১:৪১| আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১২:৪৫
অ- অ+

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আট জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসেরকাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহম্মেদ। তিনি জানান, পিকনিকের ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত চার শিশু ও চার নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আমরা সাত জনের পরিচয় জানতে পেরেছি।

নিহতদের মধ‌্যে সাত জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিরাজদিখানের পপি (২৬), হ্যাপি (২৮), শাকিব (৮), সাজিবুল (৪), ফারিহান (১০), মোকসেদা (৪২) ও রাকিব (১২)।

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সিরাজদিখান উপজেলা থেকে ট্রলারে করে লোকজন পদ্মা সেতু ও এর আশপাশের এলাকায় ঘুরতে গিয়েছিলেন। ট্রলারটিতে ৪৬-৪৭ জনের মতো যাত্রী ছিলেন।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, এ ঘটনা তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা
নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, জনদুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা