ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৩, ১৭:৫০

ক্রিকেটবিশ্বের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপের শুরুর আর মাত্র ৫৯ দিন বাকি। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। এর মাঝেই মিলছে দারুণ খবর। আজ (রবিবার) রাতে ঢাকায় আসছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। মিরপুরে ট্রফি প্রদর্শন করা হবে ৮ আগস্ট।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশ এশিয়ার ভারত। সেখান থেকেই বিশ্বকাপ ট্রফির যাত্রা শুরু হয়। এরপর একে একে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা ঘুরে এসেছে বাংলাদেশে।

মোট তিনদিন বাংলাদেশে থাকবে বিশ্বকাপ ট্রফিটি। আগামীকাল ৭ আগস্ট পদ্মা বহুমুখী সেতুর মাওয়া প্রান্তে হবে ফটোশ্যুট। পরেরদিন মিরপুর স্টেডিয়ামে প্রদর্শিত হবে ট্রফিটি। আর শেষদিন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :