খাদে পড়ল বালুভর্তি লরি, বেরিয়ে এল ৫১ বস্তা ভারতীয় চিনি!

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে উপজেয়লায় বালুভর্তি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে লরি থেকে বের হয়ে আসে ৫১ বস্তা ভারতীয় চিনি। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। স্থানীয়দের সহযোগিতায় গত শনিবার লড়ি সহ ৫১ বস্তা চিনি জব্দ করে হালুয়াঘাট থানা পুলিশ। এমন ঘটনাটি ঘটেছে উপজেলার বিলডোরা ইউনিয়নের ঔট্রি মোড়ে।
এ ঘটনায় রবিবার বিকালে লরিচালকসহ অজ্ঞতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে হালুয়াঘাট থানা পুলিশ।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে নেত্রকোণা জেলার দুর্গাপুরের শিবগঞ্জ থেকে জামালপুরে যাওয়ার পথে হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের ওটি এলাবকায় পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় লরি চালক স্থানীয়দের সহয়তায় লরিটি উদ্ধারের চেষ্টা চালালে দেখা মিলে বিশেষ কায়দায় মোড়ানো চিনির বস্তা। এতে এলাকাবাসীর প্রশ্নের সম্মুখিন হয়ে অবস্থা বেগতিক দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে সরে পড়েন ওই লড়ি চালক। পরে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে।
পুলিশ ঘটনাস্থল থেকে ৫১ বস্তা চিনিসহ একটি লরি আটক করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি থানা পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় রবিবার হালুয়াঘাট থানায় জামালপুর জেলার লক্ষ্মীচর এলাকার আমির উদ্দিনের পুত্র লড়ি চালক শামীম (২১) সহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে অবৈধ পন্থা ব্যবহার করে প্রতিদিনই আসছে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ভারতীয় চিনিসহ নানা ধরনের পন্য। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নির্মাণ সামগ্রী বোঝাই করে এসব যানবাহন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এমতাবস্থায় চোরাচালান বন্ধে থানা পুলিশের চেকপোস্ট রাখা দাবি জানান।
এ ব্যাপারে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ প্রেরণ করে জনগণের উপস্থিতিতে ভারতীয় ৫১ বস্তা চিনি ও লরিটিকে জব্দ করা হয়। ঘটনা তদন্ত করে আজ পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/৬আগস্ট/এআর)

মন্তব্য করুন