বড় জয়ে সেমিফাইনালে রোনালদোর আল নাসর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩, ১৭:২২

আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপের কোয়ার্টার ফাইনালপর্বের ম্যাচে মরোক্কান ক্লাব রাজা সিএ‘কে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। দলের পক্ষে একটি করে গোল করেন রোনালদো, সুলতান ও ফোফানা। রাজা সিএ পেয়েছে একটি আত্মঘাতী গোল।

প্রিন্স সুলতান বিন আব্দুল্লাহ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে আধিপত্য ছিল আল নাসরের। কিন্তু আক্রমণে সমানতালে খেলতে থাকে দুদলই। পুরো ম্যাচের ৫৯ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে আল নাসরের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিয়েছে পাঁচটি। গোল পেয়েছে মোট তিনটি।

অন্যদিকে পুরো ম্যাচে কেবল ৪১ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে পারে রাজা সিএ দলের ফুটবলাররা। তবে আক্রমণে খেলেছে সমানতালে। সৌদি ক্লাব আল নাসরের গোলবার বরাবর শট নিয়েছে মোট চারটি। কিন্তু গোল পেয়েছে মোটে একটি।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। সেই সুবাদে প্রথমার্ধেই পেয়েছে তিনটি গোল। ম্যাচের বয়স যখন মাত্র ১৯ মিনিট, তখনই গোল করে দলকে এগিয়ে নেন আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এর টিক ১০ মিনিট পর সুলতান আল ঘান্নামের করা গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

এরপরও থামেনি আল নাসর। ম্যাচের ৩৮তম মিনিটেই ব্যবধান তিনগুণ করেন তারা। এ সময় গোল করেন আল নাসরের তারকা ফুটবলার সেকো ফোফানা। এদিকে প্রথমার্ধে শেষ দিকে একটি আত্মঘাতী গোল পায় রাজা। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ৩-১ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণ বাড়িয়ে দেয় মরোক্কান ক্লাবটি। চালিয়েছে একের পর এক অতর্কিত আক্রমণও। কিন্তু ম্যাচের শেষ মিনিট পর্যন্ত জয় আর একটি গোলও আদায় করতে পারেনি। ফলে জয় পায় আল নাসর।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :