চাঁদা না পেয়ে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের দেয়াল ভাঙার অভিযোগ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৩, ২৩:০৮
অ- অ+

নড়াইল সদর উপজেলার গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের নির্মানাধিন ভবনের দেয়াল ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরূদ্ধে।

রবিবার রাত ১১টার দিকে এ ঘটনাাটি ঘটে।

ঠিকাদার পলাশ জানান, নড়াইলের বিশিষ্ট ঠিকাদার ও জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান ও পলাশ যৌথভাবে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪ তলা ভবনের প্রথম তলার কাজটি করছেন। দুর্বৃত্তরা নির্মিত ইটের দেয়াল ভেঙে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।

ঠিকাদারের ম্যানেজার গোলাম রসুল মিয়া বলেন, রবিবার রাতে একদল যুবক কাজের সাইটে গিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নির্মিত দেয়ালগুলো ভেঙে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব কুমার বকসী বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজে কোন অনিয়ম হলে বা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হলে সেটা যে কেউ দেখতে পারেন। তা নিয়ে কথা বলতে পারেন। কিন্তু এভাবে সরকারি কাজে বাধা দেয়া খুব দুঃখজনক।

বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বলেন, এ ধরনের কাজ করে যারা সরকারের উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছে এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ঠিকাদার ওয়াহিদুজ্জামান মেবাইল রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/৭আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা