৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠাল রাশিয়া, অনুসন্ধান করবে পানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৩, ১২:২৬

দীর্ঘ ৪৭ বছর পর চাঁদে মহাকাশযান পাঠিয়েছে রাশিয়া। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্যে মস্কোর স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ১০ মিনিটে যাত্রা করে রুশ মহাকাশযান লুনা-২৫। রাশিয়ার ভোস্টোচনি মহাকাশ লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

এই অভিযানে রাশিয়ার বিজ্ঞানীরা চাঁদের পৃষ্ঠে পানির অস্তিত্ব অনুসন্ধান করবেন। খবর রয়টার্সের।

এর আগে ১৯৭৬ সালে চন্দ্রঅভিযান করে রাশিয়া।

রুশ মহাকাশযানটির চাঁদের বলয়ে পৌঁছতে সময় লাগবে প্রায় পাঁচ দিন। এরপর এটি পাঁচ-সাত দিন চাঁদকে প্রদক্ষিণ করে কক্ষপথে নিচে নামতে থাকবে।

এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক টুইট বার্তায় রুশ মহাকাশ সংস্থা রসকসমসকে অভিনন্দন জানিয়েছে। টুইট লেখা হয়, আমাদের মহাকাশ যাত্রায় আরো একটি মিটিং পয়েন্ট পাওয়ায় আমরা আনন্দিত।

রুশ মহাকাশ সংস্থা বলছে, মডিউলটি এক বছরের জন্য কাজ করবে। মাটির নমুনা সংগ্রহ, বিশ্লেষণ এবং চন্দ্রপৃষ্ঠের উপাদান ও বায়ুমণ্ডলের ওপর দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :