ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, তিনদিন পর ভেসে উঠল যুবকের লাশ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৩, ১৭:২০
অ- অ+

রহস্যজনকভাবে নিখোঁজের তিনদিন পর সালাউদ্দিন প্যাদা (৩৫) নামে এক যুবকের লাশ নদীতে ভেসে উঠেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা নদী থেকে লাশ উদ্ধার করেছে। নিহত সালাউদ্দিন বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকার দিয়াশুর মহল্লার মৃত জব্বার প্যাদার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১১ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে কোনো এক ব্যক্তির সঙ্গে সালাউদ্দিনের তুমুল বাগবিতণ্ডা হয়। এরপর ঘর থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি সালাউদ্দিন।

এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। নিহতের পরিবারের সদস্যদের দাবি সালাউদ্দিনকে ডেকে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন স্বজনরা।

নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, শনিবার জানতে পারি অজ্ঞাতনামা ব্যক্তিদের ধাওয়ায় বাড়ির পার্শ্ববর্তী পালরদী নদীতে ঝাঁপিয়ে পড়েছিল সালাউদ্দিন। পরবর্তীতে নদীতে ট্রলার নিয়ে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে আড়িয়াল নদীতে সালাউদ্দিনের লাশ ভেসে উঠে। তবে ধাওয়াকারীদের সঠিকভাবে শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, তার চাচাতো ভাই সালাউদ্দিন মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন আগেও পিঙ্গলাকাঠী এলাকায় বসে মাদক থাকার সন্দেহে তার দেহ তল্লাশি করেছিল থানা পুলিশ।

স্থানীয় চা দোকানি রুবেল হোসেন জানান, রাতে নদীতে লোক ঝাঁপিয়ে পড়ার শব্দ পেয়ে আলো জ্বালিয়ে দিই। এ সময় প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমাকে আলো নিভিয়ে দিতে বলা হয়। পরে ভয়ে আমি আলো নিভিয়ে দিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়াও এ বিষয়ে তদন্ত কাজ শুরু করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা