ফোনে খেলায় আসক্ত ছেলেকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত মা আটক

কিশোর সন্তান মোবাইল ফোনে খেলায় আসক্ত। মা বারবার পড়তে বললেও শোনেনি। এতে ক্ষিপ্ত হয়ে ছেলের গলায় মা ওড়না পেঁচিয়ে চেপে ধরলে সে মারা যায়। এমন অভিযোগে নিহত কিশোরের মাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পানপুঞ্জি (জাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর আমিরুল হাসান জয় (১২) স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে ইন্দ্রানগর পানপুঞ্জি এলাকার আসলাম আলী ও সুহেনা বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার সকাল ৮টার দিকে জয়কে মোবাইল রেখে পড়াশোনা করতে বলে তার মা সুহেনা বেগম। কিন্তু সে অনিচ্ছা প্রকাশ করলে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সে সময় জয় মোবাইল ফোনে খেলছিল। সে ফোনে খেলার প্রতি প্রচণ্ড আসক্ত। এ সময় সুহেনা বেগম রাগে তার ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন। এতে শ্বাসরোধে মৃত্যু হয় আমিরুল হাসান জয়ের। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সুহেনা বেগমকে (৪০) আটক করা হয়েছে।
নিহত জয়ের বাবা আসলাম আলী জানান, তার ছেলে অতিরিক্ত দুষ্টুমি করত আর মোবাইলের প্রতি আসক্ত ছিল। বুধবার সকাল থেকে ফোন নিয়ে বসেছে। তার মা ফোন রেখে পড়তে বসার কথা বলার পরও সে ফোন রাখেনি। এতে তার মা রাগে গলায় ওড়না পেঁচিয়ে ধরে। তখন সে মারা যায়।
উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার বলেন, শিশুটির মা বেশি রাগী মানুষ। ছেলেটি খুব বেশি বিরক্ত করে তার মাকে। ফোনও ছাড়ে না, স্কুলেও যায় না। এ জন্য মা শাসন করতে করতে রাগে পরনের ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে ধরে। এতে ছেলেটি সত্যিই মারা যায়।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, ‘ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
(ঢাকাটাইমস/১৬আগস্ট/কেএম)
সংবাদটি শেয়ার করুন
অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত
অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

চোরাই মোবাইল বিক্রির স্পটে অভিযান চালাবে পুলিশ

ট্যুর প্যাকেজ প্রতারণা: বুকিং মানির নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ

মানুষের গাড়িতে আগুন দেওয়া রাজনীতি হতে পারে না: ডিবিপ্রধান

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

পল্টনে তিন ককটেল বিস্ফোরণ

বিজিবির অভিযানে নভেম্বর মাসে ১৮৩ কোটি টাকার পণ্য জব্দ

নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচারে আইনি ব্যবস্থা নেবে এনসিটিবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪১ জন গ্রেপ্তার

শাহজালালে ৭ কোটি টাকার সোনাসহ ৪ যাত্রী আটক
