শেরপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২৩, ১০:১২| আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১০:৫৮
অ- অ+

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন জেলা বিএনপি।

শনিবার বিকালে জেলা বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয় গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সভায় নেতৃবৃন্দরা বলেন, সরকার উসকানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। কিন্তু লাভ হবে না। শেখ হাসিনার পতনের আন্দোলনে কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না। শেখ হাসিনার পতন নিশ্চিত করেই গণতন্ত্র নিশ্চিত করব। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব।

পদযাত্রাটিতে নেতৃত্ব দেন শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদ।

পদযাত্রায় হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে স্লোগানে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় বিএনপি নেতা আওয়াল চৌধুরী, প্রভাষক মামুনুর রশীদ পলাশ, আবু রায়হান রুপন, সেলিম শাহী, ছাত্রদল নেতা শওকত হোসেন, নিয়ামুল হাসান আনন্দ, শ্রমিকদল নেতা শওকত হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন-অর রশীদ, কৃষকদল নেতা গোল্ডেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডাকাটাইমস/২০ আগস্ট/ ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা