নারীকে প্রকাশ্যে মারধর, মামলা দায়ের

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ১০:৪০| আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৩:৩৮
অ- অ+

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে রেখা বেগম নামের এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধর ও টেনেহিঁচড়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ওই নারী বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের চরতোফাজ্জল গ্রামের ৪নং ওয়ার্ডে দুলারহাট থানা ভবনের পেছনে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় রেখার পিতা তছির আহাম্মদ বাদী হয়ে ৩ জনকে আসামি করে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন- হাফেজ মাজেদ, মো. লিটন ও রিনা।

বুধবার মারধরের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়।

মারধরের শিকার রেখা বেগম উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়নের চরতোফাজ্জল গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. ছালাউদ্দিনের স্ত্রী।

মামলা দায়েরের পর হাফেজ মাজেদ, মো. লিটন ও রিনা পলাতক থাকায় তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক কামাল বলেন, মারধরের ঘটনায় দুলারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা