রাজবাড়ীতে ধানক্ষেত থেকে মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৩, ১৪:৪৮| আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৪:৫২
অ- অ+

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ধানক্ষেত থেকে রুবেল মন্ডল (২৬) নামে এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রুবেল মন্ডল উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মো. খলিল মন্ডলের ছেলে।

কালুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গনি বলেন, রুবেল মন্ডলের পরিবার সূত্রে জানা যায় তিনি গতকাল বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

তিনি আরো জানান, রুবেল মন্ডলের কিছুটা মানসিক সমস্যা ছিল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার সকালে একজন চৌকিদার থানায় ফোন করে জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সহকারি সিনিয়র পুলিশ সুপার পাংশা (সার্কেল) সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পিছনের রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে, এখনও কোন মামলা হয়নি।

(ঢাকাটাইমমস/২৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা