সোনারগাঁয়ে আ. লীগ নেতাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলায় ইঞ্জিনিয়ার মাসুমের প্রতিবাদ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ আগস্ট ২০২৩, ১৬:১২
অ- অ+

জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সকল নেতাদের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য কৃষিবিদ দীপক কুমার বণিক দীপু উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুর সাটিয়েছেন। সেই ব্যানার ও ফেস্টুন বৃহস্পতিবার রাতের আধারে ছিঁড়ে ফেলেন দুবৃর্ত্তরা।

এসব ব্যানার-ফেস্টুন কে বা কারা ছিঁড়ে ফেলায় শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিলো, ঐক্যবদ্ধ আছে। একজন আওয়ামী লীগ নেতার ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়া কোন আওয়ামী লীগ নেতাকর্মীদের কাজ নয়। এ কাজ অবশ্যই বিএনপি-জামায়াত নামক আগুন সন্ত্রাসীদের।

তিনি বলেন, সোনারগাঁয়ে বিএনপি-জামায়াতের প্রেতাত্মারা আবারও মাথা-নাড়ছে। তারা আমাদের নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরির পায়তারা করছে। শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সময়ের তুলনায় সোনারগাঁ আওয়ামী লীগ এখন অনেক বেশি শক্তিশালী উল্লেখ করে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের হুশিয়ার করে দিচ্ছি, ভবিষ্যতে এ ধরনের ঘৃণিত কাজের ধারাবাহিকতা বজায় রাখলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবো।

এর আগে সোনারগাঁ আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলকের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগের এই নেতা।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা